জয়পুর হাট জেলা থেকে পুর্বে ১৮ কিমি কালাই উপজেলা থেকে উত্তর পুর্ব ৯ কিমি দুরে থল উদয়পুর মধ্যস্থ হাটপুকুরিয়া কবরস্থান
এই দর্শশনী কবর স্থানটি বগুড়া জয়পুর মহাসড়কে অবস্থিত পুনট বাসট্যান্ড থেকে সাড়ে ছয় কিলোমিটর উত্তরে এবং মোসলেম গন্জ বাজার হইতে তিন কিলোমিটার দক্ষিনে অবস্থিত। উক্ত দুইটি স্থান খেকে সি এন জি ও অটো রিকশা যোগে যাওয়া যাইবে।
0
হাট পুকুরিয়া গোরস্থানটি প্রায় তিন একর জায়গা জুড়ে অবস্থিত।
লোক মুখে শোনা যায় এই কবর স্থানটি আগে একটি হাট-বাজার ছিল।আশে পাশে গ্রামের লোকজন এখানে প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করত।
এই বাজারে দুই পার্শ্বে দুটি বড় পুকুর রহিয়াছে। প্রবিন ব্যক্তিদের কাছ থেকে জানা যায় যে, একবার ভিষন কালা বসন্ত রোগে উদয়পুর গ্রামের ৮-১০ জন লোক মৃত্যু বরন করিয়াছিল। এবং সেই মৃত্যু ব্যক্তিদের দাফন কাফন করার জন্য কোন লোক ছিলনা। কারন তখনকার দিনে বসন্ত রোগকে সকলে খুব ভয় পেত । কারন এ রোগকে বসন বুড়ি রোগ বলা হত, যে দেখতো তাকে বসন বুড়ি ধরত। আর সে, এই বসন্ত রোগে আক্রান্ত হত। এই কারনে আক্রান্ত রোগীকে কেউ ছুয়ে দেখত না । তাই এই ৮-১০ জন মৃত্যু ব্যক্তিদের সেই বাজারে রেখে দেওয়া হয়। তখন থেকে বাজারে আর কোন লোক বেচা কেনার জন্য আসতনা । পরিশেষে ঐ মৃত দেহ গুলীকে পরিবারের স্বজনরা বাজারে মাটি চাপা দিয়ে রাখে। সেই থেকে এই বাজারটি হাট পুকুরিয়া গোরস্থান নামে পরিচিত।
বসন বুড়ি নামে কোন কিছু ছিলনা । বসন রোগটি মাত্র একটি ছোয়াছে রোগ । বর্তমান কালে এই রোগের প্রতিষোধক ঔষধ রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস